লক্ষ্মীপুরে বেড়ে চলছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। তবে আক্রান্তদের বেশিরভাগই হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বৃহস্পতিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ রোগী। এছাড়া গত সাতদিনে ৩২০ জন আক্রান্ত হয়েছেন।
Advertisement
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৫ রোগী লক্ষ্মীপুরের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে লক্ষ্মীপুর সদরে ২০, রায়পুরে ৪, রামগঞ্জে ৫, কমলনগরে ৪, রামগতিতে দুইজন। গত এক মাসে আক্রান্ত হন এক হাজার ২০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৯৮৭ জন রোগী। এছাড়া চলতি বছরের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট পাঁচ হাজার ২৯৭ রোগী।
আরও পড়ুন: প্রতিবেশীর ঘর ঠিক করতে গিয়ে প্রাণ গেলো স্কুলছাত্রের
নাম প্রকাশ না করার শর্তে সদর হাসপাতাল ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিরা গরম, অবিশুদ্ধ পানি পান ও তেলজাতীয় খাবার গ্রহণ করেছেন। কেউ কেউ পেটের পীড়ায়ও ভুগছেন। আবার রোগীদের অনেকেই মাঝারি পানিশূন্যতায় ভুগছেন। তাদের চিকিৎসাসেবা চলছে।
Advertisement
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, স্বাস্থ্যসম্মত খাদ্যভাস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে তারা বাড়ি ফিরছেন।
কাজল কায়েস/জেএস/জিকেএস