আন্তর্জাতিক

চিঠির মধ্যে আঙুলের খণ্ডাংশ পেলেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর কাছে পাঠানো চিঠির সঙ্গে একটি আঙুলের কাটা অংশ পাওয়া গেছে। এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ফরাসি কৌঁসুলিরা।

Advertisement

ম্যাক্রোঁকে আঙুলের খণ্ডাংশ পাঠানোর খবর প্রথম সামনে আনে ভ্যালিউরস অ্যাক্টুয়েলেস ম্যাগাজিন একটি ফরাসি সাময়িকী। তাতে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে চিঠির ভেতরে আঙুলের ওই খণ্ডাংশ খুঁজে পান সংশ্লিষ্ট এক সরকারি কর্মী। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নাম না প্রকাশের শর্তে এ ঘটনার তদন্তে জড়িত একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, যে ব্যক্তি চিঠি পাঠিয়েছেন আঙুলের খন্ডাংশটি তারই বলে ধারণা করা হচ্ছে। মনে করা হচ্ছে, তিনি মানসিকভাবে অসুস্থ। তবে এ বিষয়ে আরও তথ্য জানতে যোগাযোগ করা হলে কোনো সাড়া দেয়নি এলিসি প্যালেস।

ফরাসি প্রেসিডেন্টের ঠিকানায় প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার ই–মেইল ও চিঠি পাঠানো হয়। ৭০ সদস্যের একটি চৌকস দল এসব চিঠি পর্যবেক্ষণ করেন। জনগণের ভাবনা জানার ক্ষেত্রে ম্যাক্রোঁ চিঠিগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেন। মাঝে মধ্যে তিনি হাতে লিখে অনেক চিঠির উত্তরও দেন।

Advertisement

সূত্র: এনডিটিভি

এসএএইচ