সারাদেশে ডেঙ্গুর ভয়াবহতার কথা উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনকে এডিশ মশা নিধন কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি।
Advertisement
বুধবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ বিষয়ে একটি চিঠি পাঠায় সংগঠনটি।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘আমরা উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ আশংকাজনক হারে বেড়ে চলেছে। ঢাকা, চট্টগ্রামসহ প্রায় পুরো দেশে প্রতিদিন অগণিত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন ও মারা যাচ্ছেন।
আরও পড়ুন: এডিস মশা নিধনে ডিএনসিসির সপ্তাহব্যাপী অভিযান শুরু
Advertisement
চিঠিতে আরও বলা হয়, ঈদুল আযহার দীর্ঘ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও অনুষদগুলোতে এবং তার আশপাশে জমে থাকা বৃষ্টির পানিতে এডিস মশার প্রজনন ও বিস্তার বাড়ছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রত্যাশা করছি ক্যাম্পাস এবং আবাসিক হল সমূহে ছাত্র-ছাত্রীরা ফিরে আসার আগে ডেঙ্গুর প্রভাব মুক্ত করতে কর্মসূচি গ্রহণ করা হোক।
আহমেদ জুনাইদ/আরএইচ/জিকেএস