রাজনীতি

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে যোগ দিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

Advertisement

বুধবার (১২ জুলাই) বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে এ সমাবেশ শুরু হয়। ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এ শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। তবে বিকেল ৩টা পর্যন্ত তাকে সমাবেশস্থলে উপস্থিত হতে দেখা যায়নি।

আরও পড়ুন>> নয়াপল্টন-বায়তুল মোকাররমে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

সরেজমিনে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির পরিচালনায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা একজন একজন করে সমাবেশে বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্যের সমর্থনে হাততালি দিচ্ছেন কর্মীরা। বিকেল ৩টা পাঁচ মিনিটে বৃষ্টি শুরু হলেও সমাবেশ চালিয়ে যান তারা। নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশ স্থলে অবস্থান করেন। গুলিস্তান জিরো পয়েন্ট থেকে গুলিস্তান হকার্স মার্কেট পর্যন্ত রাস্তায় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

Advertisement

আরও পড়ুন>> দুই দলের সমাবেশ ঘিরে ঢাকার সড়কে গাড়ি ও যাত্রী কম

সমাবেশের মঞ্চে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি প্রমুখ নেতাকে দেখা গেছে।

এসময় মেহের আফরোজ চুমকি বলেন, দেশের উন্নয়নে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমএমএ/ইএ/জিকেএস

Advertisement