অর্থনীতি

পে-স্কেল বাস্তবায়ন হলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।তিনি বলেন, “ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে মুদ্রাস্ফীতি বাড়ে, এ ক্ষেত্রে সরকারের কিছু করার নেই। বেসরকারি প্রতিষ্ঠানকে নিজ উদ্যোগে বেতন সমন্বয় করতে হবে।”পদ্মা সেতুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, বৈঠকে পদ্মা সেতু প্রসঙ্গ এসেছিল, বিশ্ব ব্যাংক অর্থায়ন না করতে পেরে তারা ব্যথিত। এক্ষেতে তারা (বিশ্ব ব্যাংক) চুপ আছে, আমরাও কিছু বলছি না।বিদিশ থেকে ফেরার পর পে কমিশনের রিপোর্ট জমা দেয়া হবে বলেও জানান তিনি।

Advertisement