খেলাধুলা

অনুশীলন ছাড়াই মাঠে নামবেন তাসকিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ডাচদের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কাছে আরাফাত সানি এবং তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানায় আইসিসি। এরপর শনিবার (১২ মার্চ) বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আরাফাত সানি। সর্বশেষ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে চেন্নাইয়ে পরীক্ষা দেন তাসকিন।পরীক্ষা শেষে কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণার আগ পর্যন্ত খেলতে পারবেন এ তারকা। তাই পাকিস্তানের বিপক্ষে তাকে মাঠে পাচ্ছে বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় ধর্মশালা থেকে কলকাতায় আসেন টাইগাররা। মঙ্গলবার ইডেনে প্রাকটিসও করেছেন তারা। তবে বোলিং আ্যাকশন পরীক্ষা দিতে চেন্নাই থাকায় প্রাকটিস করতে পারেননি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। তারপরেও আজকের ম্যাচে এক আত্মবিশ্বাসী তাসকিনকে মাঠে পাওয়া যাবে বলে মনে করছেন দলের পরিচালনা কমিটি। কারণ সর্বশেষ অবৈধ বোলিং অ্যাকশন বিতর্কে বেশ চিন্তিত ছিলেন এই তরুণ পেসার। তবে পরীক্ষা দেয়ার পর তার শঙ্কা অনেকটাই কেটে গেছে বলে মনে করছেন তারা। এ বিষয়ে তাসকিন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘টেস্ট দেয়া শেষ, কয়েকদিন পর ফলাফল বের হবে। ইনশাল্লাহ আমার সব ঠিক আছে। সকলের কাছে দোয়া চাই।আরএ/জেএইচ/পিআর

Advertisement