দেশের শোবিজ ভুবনের প্রিয়মুখ অভিনেতা শাহেদ আলী। তিনি নাটক ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকপ্রিয়তা লাভ করেছেন। সিনেমায়ও তার অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমায়ও তিনি রূপদান করেছেন। তার সাক্ষাৎকার নিয়েছেন মইনুল ইসলাম
Advertisement
জাগো নিউজ: কেমন আছেন?
শাহেদ আলী: এই তো সব মিলিয়ে খুব ভালো আছি। ব্যস্ততার মাঝেই সময়গুলো দারুণ কেটে যাচ্ছে।
জাগো নিউজ: ঈদে আপনার অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে, কেমন সাড়া পাচ্ছেন?
Advertisement
আরও পড়ুন: ১২ বছর পেরিয়ে দীপা খন্দকারের সুখের দাম্পত্য
শাহেদ আলী: দর্শকদের কাছ থেকে খুবই ভালো সাড়া পাচ্ছি মুক্তির প্রথম দিন থেকেই। এ সিনেমা নিয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলাম। মুক্তির পর বেশ সফলভাবে সিনেমাটি চলছে। আমার অভিনীত সিনেমা ছাড়াও এবার ঈদে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমা নিয়ে মানুষের উন্মাদনা দেখে বেশ ভালো লাগছে। ‘লাল শাড়ি’ সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, হলে গিয়ে দর্শকরা ভালোই সাড়া দিচ্ছেন। যদিও এবারের ঈদে আরও অনেক ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে। আমার বেশ আনন্দ লাগছে এই ভেবে সবার সিনেমাই দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করছেন।
জাগো নিউজ: ‘লাল শাড়ি’ সিনেমায় যুক্ত হলেন কীভাবে?
শাহেদ আলী: ‘লাল শাড়ি’ সিনেমাটির যিনি এডিটর একরামুল হকের মাধ্যমে পরিচালক বন্ধন বিশ্বাসের সঙ্গে কথা হয় এতে অভিনয়ের ব্যাপারে। গল্প পছন্দ হওয়ায় এ সিনেমার কাজটা করতে রাজি হয়েছি। তারপর শুটিংয়ে গিয়ে অপু বিশ্বাসসহ সবার সঙ্গে দেখা হয়। সব মিলিয়ে ‘লাল শাড়ি’র কাজটা খুব গুছিয়ে করছেন নির্মাতা। এ সিনেমার মাধ্যমে অপু বিশ্বাস যে প্রথমবার প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন, তা তার কাজের ধরনে মোটেই মনে হয়নি। তাকে অনেক দক্ষ প্রযোজক মনে হয়েছে। মনে হয়েছে অনেক সিনেমার প্রযোজক তিনি। অপু বিশ্বাসের অনেক কাজের সঙ্গে আমি পরিচিত। তবে তার সঙ্গে আমার ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং সেটে প্রথমবার সরাসরি দেখা হয়েছে। শুটিং সেটে তিনি সহ-অভিনেতাদের সঙ্গে ভীষণ কোঅপারেটিভ।
Advertisement
আরও পড়ুন: তারকারা কে কার আত্মীয়?
জাগো নিউজ: দর্শক হিসেবে ‘লাল শাড়ি’ কেমন লেগেছে?
শাহেদ আলী: সিনেমাটিতে আরও একটু ভালো কিছু প্রত্যাশা ছিল। তাপরও যতটুকু হয়েছে তরুণ নির্মাতা হিসেবে বন্ধন বিশ্বাস বেশ ভালো একটি সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।
জাগো নিউজ: টেলিভিশন নাটক নাকি ওটিটি- কোন মাধ্যমের কাজকে বেশি গুরুত্ব দিতে চান?
শাহেদ আলী: আমি যে মাধ্যমে যখন ভালো অভিনয় করার সুযোগ পাই, সে মাধ্যমের কাজকেই খুব গুরুত্ব দিয়ে থাকি। যে মাধ্যমেই হোক, গল্পটা ভালো হলে সেখানে কাজ করার সুযোগ আছে। একজন অভিনেতার অভিনয়ের ব্যাপক সুযোগ থাকে ভালো গল্পে। পাশাপাশি নিজেকে ফুটিয়ে তোলার সুযোগ আছে সেই মাধ্যমকেই আমি গুরুত্ব দেই।
জাগো নিউজ: ক্যারিয়ারের শুরুতে আপনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন, অভিনয় অঙ্গনের সব কাজেই আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে টিভি নাটক কিংবা সিনেমা নির্মাণের ইচ্ছা আছে?
শাহেদ আলী: বর্তমানে আমি অভিনয় নিয়ে ব্যস্ত আছি। আপতত এটাই মন দিয়ে করছি। নির্মাণের চিন্তা এখন করছি না। তবে আগামীতে সুযোগ-সুবিধা পেলে নির্মাণের বিষয়ে চিন্তা করবো।
জাগো নিউজ: আপনি টিভি নাটক, চলচ্চিত্র, ওয়েব সিরিজের সঙ্গে মঞ্চনাটকেও কাজ করেন, নতুন কোনো মঞ্চনাটকে দেখা যাবে?
শাহেদ আলী: ‘আগুনযাত্রা’ নামে মঞ্চনাটকে কাজ করছি। নাটকটিতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রতিনিধি চরিত্রে অভিনয় করছি। আসছে ৯ ও ১২ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালায় এবং ১৩ ও ১৪ জুলাই মহিলা সমিতিতে নাটকটি প্রদর্শন করা হবে। নাটকের মহড়াও ভীষণ মন দিয়ে করার চেষ্টা করি।
জাগো নিউজ: আর কোন কোন কাজ নিয়ে এখন ব্যস্ত আছেন?
শাহেদ আলী: কয়েকদিন পরে আবারও তুমুল ব্যস্ততা শুরু হবে। হাতে বেশকিছু নতুন প্রোজেক্ট আছে। এ বছর এসব কাজ নিয়েই বেশ ব্যস্ততায় কেটে যাবে বলে আশা করছি।
এমএমএফ/এমএস