জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৬ মার্চ ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘৩৪তম বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের ১ম পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার হয় কত সালে?উত্তর : ১৯০৭ সালে।২. প্রশ্ন : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির প্রথম সুরকার কে?উত্তর : আব্দুল লতিফ।৩. প্রশ্ন : ভানুসিংহ ঠাকুর- কার ছদ্মনাম?উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের।৪. প্রশ্ন : বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মেয়াদকাল কত?উত্তর : ১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ।৫. প্রশ্ন : মধ্যযুগের কবি নন কে?উত্তর : জয়নন্দী।৬. প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?উত্তর : উইলিয়াম কেরি।৭. প্রশ্ন : বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়?উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।৮. প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?উত্তর : বেতাল পঞ্চবিংশতি।৯. প্রশ্ন : কুলীনকূলসর্বস্ব নাটকটি কার রচনা?উত্তর : রামনারায়ণ তর্করত্ন।১০. প্রশ্ন : নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু কী?উত্তর : নীলকরদের অত্যাচার।১১. প্রশ্ন : ঘরে-বাইরে উপন্যাসটি কার লেখা?উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।১২. প্রশ্ন : সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?উত্তর : পঞ্চতন্ত্র।১৩. প্রশ্ন : তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?উত্তর : অক্ষয়কুমার দত্ত।১৪. প্রশ্ন : ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?উত্তর : কবর।১৫. প্রশ্ন : কোন কাব্যটি পল্লীকবি জসীমউদদীন রচিত?উত্তর : রাখালী।১৬. প্রশ্ন : ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’- কার কবিতার চরণ?উত্তর : শামসুর রাহমান।১৭. প্রশ্ন : দেয়াল রচনাটি কার?উত্তর : হুমায়ূন আহমেদ।১৮. প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?উত্তর : হাঙর নদী গ্রেনেড।১৯. প্রশ্ন : ১৯৮৫ সালে নাসির উদ্দীন স্বর্ণপদক কে পান?উত্তর : সৈয়দ আলী আহসান।২০. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটি?উত্তর : ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ।এসইউ/পিআর

Advertisement