ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রের আঘাতে কামরুজ্জামান ওরফে পালানু চৌধুরী (৪৯) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
Advertisement
এর আগে রোববার (৯ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান ওরফে পালানু চৌধুরী ওই গ্রামের হারিসুল চৌধুরীর ছেলে।
এ ঘটনায় উভয় পক্ষের আরও ৫ জন আহত হয়েছেন। ৩ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ২ জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের বোন চায়না বেগম জানান, ৪ ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কিছুদিন আগে এনিয়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে উভয়পক্ষ আদালতে মামলা করেছেন। যা বিচারাধীন রয়েছে।
Advertisement
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি পাহারায় চিকিৎসাধীন নিহতের দুই ভাই আলমগীর ও লুতফর রহমান চৌধুরী বলেন, ঢাকা থেকে বিষয়টি আপোষ মীমাংসার জন্য ঈদের ছুটিতে আমরা বাসায় এসেছি। রোববার রাতে পালানু চৌধুরীর বাড়িতে জমিজমা নিয়ে বিরোধের বিষয়টি মীমাংসার জন্য বলতে গেলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এতে উভয়পক্ষের মধ্যে মারপিট হয়।
পালানু চৌধুরীর শ্যালিকা হাসিনা বেগম জানান, পালানুকে বাঁচাতে গিয়ে তার বোনের দুই পা ভেঙে গেছে। মাথার কয়েক স্থানে কোপ লেগে কেটে গেছে। এছাড়াও পালানুর মেয়ে উম্মে হাবিবা কলি ও ছেলে সারোয়ার হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা পালানু, তার স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে পালানু সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরতর আহত অবস্থায় পালানুর স্ত্রী ও দুই সন্তান চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, দিনাজপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা সেখানে আইনি কার্যক্রম শুরু করেছে। এছাড়াও আমরা বিষয়টি তদন্ত করছি।
Advertisement
তানভীর হাসান তানু/এফএ/জেআইএম