১২ জুলাই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে এসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। সোমবার (১০ জুলাই) দুপুর ২টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে প্রবেশ করে প্রতিনিধি দলটি।
Advertisement
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। এরই অংশ হিসেবে ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে দলটি। তবে ডিএমপির পক্ষ থেকে এখনো মেলেনি আনুষ্ঠানিক অনুমতি।
প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
আরএসএম/জেএইচ/জিকেএস
Advertisement