ভারতে টোমেটো যেন সোনার মতোই মূল্যবান হয়ে উঠছে। যে হারে দাম বাড়ছে, তাতে টমেটো ছুঁলেই ছেঁকা লাগছে। অগ্নিমূল্যের সবজিটি চুরির ঘটনাও ঘটছে বিভিন্ন এলাকায়। এই পরিস্থিতিতে লুট ঠেকাতে দোকানে বাউন্সার বা নিরাপত্তারক্ষী রাখলেন এক সবজি বিক্রেতা। ঘটনাস্থল উত্তরপ্রদেশের বারাণসী।
Advertisement
সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, সাধারণত সোনার দোকানে নিরাপত্তারক্ষী বা বাউন্সার দেখা যায়। কিন্তু কোনো সবজির দোকান পাহারা দিচ্ছেন বাউন্সার, এই দৃশ্য সত্যিই বিরল।
আরও পড়ুন>আমিরাতে তাপমাত্রা ছাড়ালো ৪৯ ডিগ্রি
পিটিআইকে অজয় ফৌজি নামে ওই সবজি বিক্রেতা বলেছেন, টমেটোর দাম ক্রমশ বাড়ছে। তাই বাউন্সার রাখলাম। লোকেরা টমেটো লুট করছে। যেহেতু আমার দোকানে টমেটো রয়েছে, তাই বাউন্সার রেখেছি। কেজি প্রতি ১৬০ রুপিতে টোমেটা বিক্রি হচ্ছে।
Advertisement
VIDEO | A vegetable vendor in Varanasi, UP has hired bouncers to keep customers at bay when they come to buy tomatoes, whose price has increased massively over the past few days. "I have hired bouncers because the tomato price is too high. People are indulging in violence and… pic.twitter.com/qLpO86i9Ux
— Press Trust of India (@PTI_News) July 9, 2023গত কয়েক দিন ধরেই ভারতে শাকসবজির দাম বেড়েছে। বিশেষ করে টমেটোর দামে কপালে ভাঁজ পড়েছে ক্রেতাদের। দেশের বিভিন্ন রাজ্যে কেজি প্রতি টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ রুপি করে। এই পরিস্থিতিতে টমেটো চুরির অভিযোগ উঠেছে।
আরও পড়ুন>বৃষ্টির মধ্যে তরুণ-তরুণীর নাচের ভিডিও ভাইরাল
কর্ণাটকের হাসান জেলার গনি সোমানাহল্লি গ্রামে এক কৃষকের ক্ষেত থেকে দেড় লাখ রুপির টমেটো চুরির অভিযোগ উঠেছে। অন্ধ্রপ্রদেশের এক সবজি বিক্রেতার দোকান থেকে অনেক টাকার সবজি চুরি হয়ে গেছে। বেছে বেছে টমেটো, কাঁচা মরিচের মতো দামি পণ্য নিয়ে দোকান খালি করে দিয়েছে দুষ্কৃতিকারীরা।
Advertisement
এই ধরনের ঘটনা রুখতে কর্ণাটকের হাভেরির এক বিক্রেতা তার দোকানে সিসিটিভি লাগিয়েছেন। এবার টমেটোর লুট ঠেকাতে দোকানে বাউন্সার রাখলেন এক বিক্রেতা।
এমএসএম