সাহিত্য

আনিস ফারদীনের দুটি বৃষ্টির কবিতা

বৃষ্টিভেজা মায়াবী সন্ধ্যা ও তুমি

Advertisement

কোনো এক বৃষ্টিভেজা মায়াবী সন্ধ্যায়তুমি স্মৃতি হয়ে সামনে দাঁড়াও অকপটে;নীরবে মজ্জা-মগজে এঁকে দাও তোমাকেস্মৃতির নিখুঁত আল্পনায় যেন শুধু তুমি।

মায়াবী চাহনী, মন মাতানো স্নিগ্ধ হাসিভেজা কদমের মৌ মৌ গন্ধে মাতোয়ারা;বৃষ্টির টুপটাপ শব্দের মুগ্ধতায় চারপাশস্মৃতির সহস্র ক্যানভাসে ভাসো শুধু তুমি।

তোমার অগণন পরশ ভাবিয়ে যায় আনমনেব্যাকুল হৃদয়ে প্রোথিত অজস্র প্রতিচ্ছবি;অলিন্দ-নিলয়ের মায়াবী স্মৃতির আল্পনায়বৃষ্টিভেজা মায়াবী সন্ধ্যা যেন শুধু তুমিময়।

Advertisement

****

প্রতীক্ষার বৃষ্টি

অবশেষে ফিনিক্স পাখি হয়েবৃষ্টি এলো;দীর্ঘ প্রতীক্ষার বৃষ্টি!

কাটফাটা রোদ্দুরে, জরাজীর্ণ নগর ভেজাতেভেজাতে মাঠ-ঘাট, পুষ্প, পল্লবভেজাতে অলিন্দ-নিলয়ঘোচাতে হৃদয়ের বিদঘুটে দহন!

Advertisement

অবশেষে প্রতীক্ষার বৃষ্টি এলো;ধুলোমাখা মলিন পথ ভাসাতেজনপথ সবুজে সাজাতেক্ষত সারাতে মলিন দেহের।

অবশেষে বৃষ্টি এলো!

এসইউ/এমএস