দেশজুড়ে

শিশুর নাকের পর্দা ছিঁড়ে ফেলার অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় অক্সিজেন দেওয়ার সময় এক নবজাতকের নাকের পর্দা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বিরুদ্ধে। শনিবার (৮ জুলাই) রাতে নবজাতকের বাবা রাসেল সরকার জাগো নিউজের এই প্রতিবেদকের কাছে এমন অভিযোগ জানান।

Advertisement

রাসেল সরকার বলেন, গত ২২ জুন রাসেল-সোমা দম্পতির ওই শিশুটিকে শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে লাইফ সাপোর্টে ভর্তির সুপারিশ করেন হাসপাতালের চিকিৎসক জাহিদুল হাসান।

পরে গত ১ জুলাই নবজাতকটিকে নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) নেওয়া হয়। সেখানেই অক্সিজেন সরবরাহের জন্য সি-পাপ মেশিন লাগানোর সময় শিশুটির নাকের পর্দা ও জোড়া ছিঁড়ে যায়। আজ (শনিবার) শিশুটিকে বুকের দুধ খাওয়াতে গিয়ে বিষয়টি নজরে আসে বাদলের স্ত্রীর।

এ বিষয় এনআইসিইউর দায়িত্বরত চিকিৎসক জাহিদুল হাসানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Advertisement

জানতে চাইলে হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রাশিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, বাচ্চাটি যখন আমাদের হাসপাতালে ভর্তি করানো হয়, তখন খুব মুমূর্ষু অবস্থায় ছিল। এনআইসিইউতে সি-পাপ মেশিন লাগানের সময় তার নাকের পর্দা ছিঁড়ে যায়। বাচ্চাদের শরীর অনেক বেশি নরম ও সংবেদনশীল হওয়ায় এ সমস্যা হয়েছে। তার দাবি, জায়গাটি জোড়া লেগে যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিভিল সার্জন এএফএম মুশিউর রহমান বলেন, এ বিষয়ে আমার জানা নেই, বিষয়টি দেখছি।

আরআইআর/এসএএইচ

Advertisement