বাংলাদেশ সেনাবাহিনীতে ৫৯তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি), ৫২তম ডিএসএসসি (আরভি অ্যান্ড এফসি) এবং ৩৬তম ডিএসএসসি (জেএজি) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
Advertisement
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: ৫৯তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি), ৫২তম ডিএসএসসি (আরভি অ্যান্ড এফসি) এবং ৩৬তম ডিএসএসসি (জেএজি)পদসংখ্যা: নির্ধাতি নয়শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/স্নাতক/স্নাতকোত্তর (ইংরেজি/গণিত/পদার্থ/রসায়ন/ইতিহাস)/এলএলবি/এলএলএম/এমএএলএলএম
বয়স: ০১ জানুয়ারি ২০২৪ তারিখে অনূর্ধ্ব ২৮ বছরউচ্চতা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি, নারী ৫ ফুট ২ ইঞ্চিওজন: পুরুষ ৫৭ কেজি, নারী ৪৯ কেজিবুক: পুরুষ স্বাভাবিক ৩০ প্রসারণ ৩২, নারী স্বাভাবিক ২৮ প্রসারণ ৩০
Advertisement
নাগরিকত্ব: জন্মসূত্রে বাংলাদেশিবৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত
আবেদনের নিয়ম: আগ্রহীরা joinbangladesharmy.army.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১০০০ টাকা।
আবেদনের শেষ সময়: ০৪ আগস্ট ২০২৩
Advertisement
সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন
সূত্র: ইত্তেফাক, ০৭ জুলাই ২০২৩
এমআইএইচ/জেআইএম