জাতীয়

সশস্ত্র বাহিনীকে আরো আধুনিক করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার, সবই করা হবে।রাজধানীর কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমানবাহিনী ঘাঁটিতে কে-৮ ডব্লিউ বিমানের অন্তর্ভুক্তিকরণ উপলক্ষে বুধবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, শুধু বিমানবাহিনী নয়, সেনা ও নৌবাহিনীর উন্নয়ন এবং আধুনিকায়নের জন্যও সরকার পদক্ষেপ নিয়েছে।তিনি বলেন, বিমানবাহিনীর বহরে নবনিযুক্ত ডিজিটাল ককপিট সংবলিত আধুনিক কে-এইট ডব্লিউ জেট ট্রেইনার বিমানটি বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এবং খ-৩৯ জেট ট্রেইনার বিমানের প্রতিস্থাপক হিসেবে কাজ করবে।শেখ হাসিনা বলেন, এই প্রথম কোনো জেট ট্রেইনার বিমান ১ হাজার ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে এসেছে। মাত্র ১০ ঘণ্টার স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সঙ্গে কাজটি সম্পন্ন করায় বৈমানিকদের আন্তরিক অভিনন্দন জানান তিনি। এ প্রসঙ্গে মিয়ানমার সরকারকেও আন্তরিক কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

Advertisement