প্রীতি ফুটবল ম্যাচ খেলতে পাবনায় এসেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ ম্যাচ উপলক্ষে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেক দর্শক আশপাশের ভবনের ছাদে ও পাছে উঠে খেলা উপভোগ করেন।
Advertisement
শুক্রবার (৭ জুলাই) বিকেল ৫টায় চাটমোহর রেলবাজার মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মূলগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশের এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল ৪টার দিকে ব্যারিস্টার সুমন রেলবাজার মাঠে এলে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
খেলায় বিরতির আগে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ১ গোলে এগিয়ে ছিল। বিরতির পর ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আরেকটি গোল করে। ২-০ গোলে জয়লাভ করে তার দল।
Advertisement
হান্ডিয়াল থেকে খেলা দেখতে আসা আব্দুর রহিম বলেন, ‘১৫ কিলোমিটার দূর থেকে ব্যারিস্টার সুমনের খেলা দেখতে এসেছি। অনেক দিন পর ফুটবল খেলা উপভোগ করতে পেরে খুব খুশি ‘
পার্শ্ববর্তী উপজেলার ভাঙ্গুড়া থেকে আসা দর্শক শামীম হোসেন বলেন, ‘এ খেলা আয়োজন করায় স্টেডিয়ামটি প্রাণ ফিরে পেয়েছে।’
সাঁথিয়া থেকে যাওয়া দর্শক রফিকুল ইসলাম বলেন, ‘ফুটবল-ক্রিকেট সব কিছুই আমার পছন্দের খেলা। আমি নিজেও ফুটবল খেলায় পারদর্শী। একজন আইনজীবী হয়েও সুমন ভাই দেশীয় ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। এটা দেখে আমার খুবই ভালো লাগে।’
খেলার আয়োজক কমিটির সদস্য হাফিজুর রহমান বলেন, ‘দুই বছর ধরে ব্যারিস্টার সুমনের সঙ্গে চাটমোহর রেলবাজারে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করে আসছি। অনেক প্রতিকূলতা ও ব্যস্ততার মধ্যেও ভাই আমাদের সুযোগ দিয়েছেন। এখানে কয়েক হাজার দর্শকের সমাগম হয়েছে।’
Advertisement
খেলা শুরুর আগে ব্যারিস্টার সুমন বলেন, ‘ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা আছে। হয়তো ভালো খেলা আমরা দিতে পারি না, সেজন্য মানুষ মাঠে আসে না। আমরা সবাই মিলে বাংলাদেশের ফুটবল খেলাকে আবারও পুনর্জাগরণ করতে হবে।’
আমিন ইসলাম জুয়েল/এসআর/এএসএম