একুশে বইমেলা

প্রকাশিত হয়েছে সফিনূরের ‘রক্তে ভেজা শার্ট’

প্রকাশিত হয়েছে প্রবাসী লেখক ও কবি শাহ্ মো. সফিনূরের কাব্যগ্রন্থ ‘রক্তে ভেজা শার্ট’। বইটি প্রকাশ করেছে লেখাচিত্র প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শফিক মামুন। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। অনলাইন বুকশপ রকমারিতে বইটি পাওয়া যাচ্ছে।

Advertisement

সুন্দর উপস্থাপনা, সহজ-সরল ভাষায় কবি সাধারণ মানুষের উপজীব্য করে রচনা করেছেন ৬৪টি কবিতা। ‘লেখাপড়া’ নামক কবিতা দিয়ে শুরু করে ‘ঈদের আনন্দ’ কবিতা দিয়ে শেষ করেছেন তার কাব্যগ্রন্থ। গ্রন্থের সবগুলো কবিতাই মানব ও সমাজের সব বিষয় নিয়ে লেখা।

আরও পড়ুন: উদ্যোক্তাদের জন্য ওয়ালী আহমেদ রাব্বির বই

শাহ্ মো. সফিনূর কাব্যগ্রন্থ প্রসঙ্গে বলেন, ‘এককথায় আবেগ, প্রেম, বিরহ এবং সমাজের প্রচলিত বিষয় নিয়ে ‘রক্তে ভেজা শার্ট’। আমি আশাবাদী পাঠকমহলে কাব্যগ্রন্থটি ব্যাপক সাড়া ফেলবে।’

Advertisement

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামে জন্মগ্রহণ করেন শাহ্ মো. সফিনূর। বর্তমান সপরিবারে আমেরিকার মিশিগানে বসবাস করছেন। একসময় ত্রৈমাসিক পত্রিকা ‘জয়ন্তী’ ও মাসিক ‘নবজাগরণ’ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তার গ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য- ‘সাহিত্যের কুসুম জ্যোতি’, ‘মনবিলাষ’, ‘মায়াবী যুগল চোখ’ এবং ‘স্বপ্ন স্বদেশ’।

এসইউ/এএসএম

Advertisement