দেশজুড়ে

বজ্রপাতে ছেলে নিহত, বাবাসহ আহত ২

টাঙ্গাইলে মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে হারাধন রাজবংশী (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় তার বাবাসহ দুজন আহত হন।

Advertisement

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলি রেললাইনের পাশে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত হারাধন রাজবংশী পৌলি দক্ষিণপাড়ার মোংলা রাজবংশীর ছেলে। এ ঘটনায় মোংলা রাজবংশী ও প্রতিবেশী নেপাল রাজবংশী আহত হয়েছেন।

এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

স্থানীয়রা জানান, পৌলি গ্রামের মোংলা রাজবংশী, তার ছেলে হারাধন রাজবংশী, বিষ্ণু রাজবংশীর ছেলে নেপাল রাজবংশীসহ পাঁচজন পাশের সদর উপজেলার তারাবাড়িয়াতে মাছ ধরতে যান। মাছ ধরে বাড়ি ফেরার পথে পৌলি রেললাইনের পাশে পৌঁছলে হঠাৎ বজ্রপাত হয়। এতে মোংলা রাজবংশী ও তার ছেলে হারাধন রাজবংশী এবং নেপাল রাজবংশী আহত হন।

সঙ্গীরা দ্রুত তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারাধন রাজবংশীকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ বলেন, উপজেলা প্রশাসন থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরিফ উর রহমান টগর/এসআর/জেআইএম

Advertisement