ক্ষমতাচ্যুতের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে। অসংখ্য মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত ইমরানের ভক্তরা তাকে দেশ ত্যাগের অনুরোধ জানিয়েছেন। তবে ইমরান খান পরিষ্কার করে জানিয়েছেন, তিনি পাকিস্তানেই থাকবেন। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের।
Advertisement
পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান বলেন, আমি কেন পাকিস্তান ত্যাগ করবো। আমি কোনো অপরাধ করিনি।
আরও পড়ুন>অস্ট্রেলিয়ায় সাবেক প্রেমিকের হাতে হত্যার শিকার ভারতীয় শিক্ষার্থী
বুধবার (৫ জুলাই) লাহরের জামান পার্কের বাসভবন থেকে এক ভিডিও বার্তায় ইমরান বলেন, আমার শুভাকাঙিক্ষরা ফোন দিয়ে বলেছেন, পাকিস্তানের সবাই আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাছাড়া পিটিআইয়ের প্রায় সব নেতাদের বন্দি করা হয়েছে।
Advertisement
ইমরান বলেন, আমি একা এখানে দাঁড়িয়ে আছি। কারণ আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে।
এর আগে ইমরান খানের গ্রেফতারকে কেন্দ্র করে পাকিস্তানে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন সরকারি স্থাপনায় চালানো হয় হামলা। বিশেষ করে পাকিস্তানের সেনাবাহিনীর স্থাপনায়। এরপরই কঠোর অবস্থানে যায় পাকিস্তান সরকার। ইমরানের নেতাকর্মীদের ওপর ব্যাপক ধরপাকড় চালানো হয়। যদিও পাকিস্তানের সর্বোচ্চ আদালতের নির্দেশনায় ইমরান খান মুক্ত হয়েছিলেন।
আরও পড়ুন>ওয়াগনার প্রধান এখন রাশিয়ায়
পিটিআই চেয়ারম্যান বলেন, আরও ছয়টি নতুন মামলায় আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নিয়ে আমার বিরুদ্ধে এখন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৮০। এখন ভুয়া মামলায় জামিন পেতে এক আদালত থেকে অন্য আদালতে যেতে হচ্ছে।
Advertisement
একজন ব্যক্তির বিরুদ্ধে মাত্র ছয় মাসে ১৮০ মামলা নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, বিশ্বের আর কোথাও এমনটি হয়েছে কি না জানা নেই।
এমএসএম