দেশজুড়ে

বগুড়ায় বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়েছে জামায়াত

সুইডেনে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে আবেদন করেছে জামায়াতে ইসলামী। বগুড়া জেলা পুলিশের কাছে এ আবেদন জানিয়েছে দলটি। এ নিয়ে প্রায় এক দশক পর বগুড়ায় প্রকাশ্যে কর্মসূচি পালনের অনুমতি চেয়েছে জামায়াত।

Advertisement

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বগুড়া বারের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের নেতৃত্বে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ আবেদন জমা দেয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন বগুড়া বার সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখওয়াত মল্লিক, আব্দুস সালাম, সাইফুদ্দিন সাইফুল ও নুরুল ইসলাম আকন্দ।

আরও পড়ুন: এবার সিলেটে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী

Advertisement

জামায়াতের প্রতিনিধি ও বগুড়া বারের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন বলেন, ‘সুইডেনে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৭ জুলাই) বগুড়ায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। বায়তুর নুর সেন্ট্রাল জামে মসজিদ থেকে এ মিছিল করা হবে। এ নিয়ে অনুমতি চাইতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়া হয়েছিল। সেখানে একজন অতিরিক্ত পুলিশ সুপার মৌখিকভাবে মিছিলের অনুমতি দিয়েছেন, তবে আমাদের আবেদন গ্রহণ করেননি।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলের ব্যানারের বাইরে কর্মসূচি করার জন্য আমাদের পরামর্শ দেওয়া হয়েছে। এখন সার্বিক বিষয়ে দলের নেতাদের আমরা অবহিত করবো। দায়িত্বশীলরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে শুক্রবার শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সবরকম প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে।’

পুলিশের পক্ষ থেকে সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।’ মিছিলে বগুড়া শহরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকেও ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নিবেন বলে দাবি করেছেন এ আইনজীবি।

প্রায় এক দশক পর প্রকাশ্যে কর্মসূচির অনুমতি চাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী সবসময় প্রকাশ্যে কর্মসূচি পালন করতে চায়। তবে প্রশাসনের নানা বাধায় সম্ভব হয় না।’

Advertisement

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন বলেন, ‘আইনজীবীদের একটি প্রতিনিধি দল জামায়াতের পক্ষে মিছিলের অনুমতি চাইতে এসেছিল। তাদের অনুমতি দেওয়া হয়নি। এ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।’

এসআর/জেআইএম