অস্ট্রেলিয়ায় নার্সিংয়ে পড়ছিলেন ২১ বছর বয়সী ভারতীয় শিক্ষার্থী জেসমিন কৌর। সেখানে সাবেক প্রেমিকের হাতে নির্মম হত্যার শিকার হন তিনি। হাত-পা বেঁধে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। নাইন নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
Advertisement
মামলার শুনানি চলাকালে আদালতকে জানানো হয়েছে প্রতিশোধ নিতেই ভারতীয় বংশোদ্ভূত তারিকজোত সিং এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ২০২১ সালের মার্চে জেসমিন কৌরকে অপহরণের পর হত্যার অভিযোগ আনা হয় তারিকজোত শিং এর বিরুদ্ধে।
আরও পড়ুন>৭ ঘণ্টায় এক কোটি ব্যবহারকারী পেলো মেটার ‘থ্রেডস’
চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে হত্যার জন্য দোষ স্বীকার করেন শিং। ভারতীয় এই শিক্ষার্থীকে যেখানে কবর দেওয়া হয়, সেখান থেকে পরবর্তীসময়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
Advertisement
প্রসিকিউটররা জানিয়েছেন, সম্পর্ক ছিন্নের বিষয়টি মেনে নিতে না পেরেই সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা করেন তারিকজোত সিং। ভুক্তভোগীর মা রাশপল জানান, সিং তার মেয়ের প্রতি আচ্ছন্ন ছিলেন। এর আগে তাকে অসংখ্যবার প্রত্যাখ্যান করে তার মেয়ে।
আরও পড়ুন>ওয়াগনার প্রধান এখন রাশিয়ায়
নাইন নিউজের প্রতিবেদনে বলা হয়, সিং কৌরকে অ্যাডিলেডে তার কর্মস্থল থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
ফ্লিন্ডার রেঞ্জের একটি অগভীর কবরে তার মরদেহ হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। এটাকে অত্যন্ত নিষ্ঠুর হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন প্রসিকিউটর কারমেন ম্যাটিও।
Advertisement
এমএসএম