দেশজুড়ে

পায়রা বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে বন্দরে ভিড়েছে তৃতীয় জাহাজ

পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নোঙর করেছে এমভি জাদোর নামে একটি জাহাজ।

Advertisement

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পায়রা বন্দর সূত্রে জানা যায়, জাহাজটি বৃহস্পতিবার দুপুরে বন্দরের ইনার অ্যাংকোরেজে পৌঁছায়। এর আগে বুধবার জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে ভিড়ে। বন্ধ তাপ বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি তৃতীয় জাহাজ। এটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। খুব দ্রুত লাইটারেজের মাধ্যমে কয়লা খালাস শুরু হবে বলে জানিয়েছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

এর আগে গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এ্যাথেনা পায়রা বন্দরে ভিড়ে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যায়। তারপর ২ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি পাভো ব্রেভ নামে আরেকটি জাহাজ বন্দরে ভিড়ে।

Advertisement

গত ৫ জুন কয়লা সংকটে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গিয়েছিল।

আসাদুজ্জামান মিরাজ/এমআরআর/এএসএম