দেশজুড়ে

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়া সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

Advertisement

বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৪টার দিকে বগুড়া-গাবতলী আঞ্চলিক সড়কের ছাতিয়ানতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রাগান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (২৬) ও অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৬০)। আহতরা হলেন- রিকশাচালক বগুড়ার গাবতলী উপজেলার বাদশা মিয়া (৫০) ও রিকশায় থাকা সেনাসদস্য পলাশ মাহমুদ (২৩)।

আরও পড়ুন: সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, সংকট বিশুদ্ধ পানির

Advertisement

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে বগুড়া শহর থেকে ছাতিয়ানতলায় এক ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক নারী ও বৃদ্ধ নিহত হন। আহত অবস্থায় অটোরিকশাচালক ও আরেক যাত্রী সেনাসদস্যকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, অটোরিকশাটিকে জব্দ করে স্থানীয় নারুলি ফাঁড়িতে রাখা আছে। ট্রাক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

জেএস/এএসএম

Advertisement