তথ্যপ্রযুক্তি

বর্ষায় এসি ভালো রাখতে যা করবেন

বর্ষায় এসির একটু বাড়তি যত্নের প্রয়োজন। কারণ গরমে এসি চালালেও বর্ষার সময় আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকে। এজন্য এসি বন্ধ রাখেন অনেকেই। তবে বর্ষার এই সময়টাতে ছোট একটা ভুলে এসি খারাপ হয়ে যেতে পারে।

Advertisement

বর্ষার আগমনের ফলে বাইরের বাতাসে আর্দ্রতা অনেক বেড়ে যায়। এই কারণেই এসির হাওয়া আরও মনোরম অনুভব হয়ে ওঠে। এসির শুষ্ক বাতাস ঘরের আর্দ্রতা দূর করে। ফলে ঘরে আর্দ্রতা থাকে না। তাই বর্ষাকাল এসির হাওয়া সবচেয়ে ভালো লাগে, কারণ এসির হাওয়ায় একই সঙ্গে ঘরের ভেতরের তাপমাত্রা এবং আর্দ্রতা দুই-ই নিয়ন্ত্রণে থাকে৷

বৃষ্টির সঙ্গে যদি ঝোড়ো হাওয়া বইতে থাকে তাহলে এসির আউটডোর ইউনিট দেখে রাখতে হবে। এমনকি এ সময় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দিলে অনেক সময় ধুলা বালি আউটডোর ইউনিটের কন্ডেনশার কয়েল ব্লক করে দিতে পারে। এতে এসির কুলিং ক্ষমতা কমে যেতে পারে।

আরও পড়ুন: কত তাপমাত্রায় এসি চালালে বিদ্যুৎ বিল কম আসবে?

Advertisement

বর্ষার এই সময় গাছের পাতা উড়ে এসেও আউটডোর ইউনিটের কন্ডেশার ব্লক করতে পারে। সব সময় আউটডোর ইউনিটের চারপাশ পরিষ্কার রাখতে হবে।

আউটডোর পাখার ব্লেড বর্ষাকালে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় পানি ঢুকে এয়ার ফিল্টার খারাপ হওয়ারও সম্ভাবনা থাকে।

এসময় অনেকেই একটি সমস্যার সম্মুখীন হন। দেখা যায় এসিতে অদ্ভুত রকমের শব্দ হচ্ছে বা এসি থেকে কোনো দুর্গন্ধ বের হচ্ছে অথবা পানি পড়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। এসি ভালো রাখতে বর্ষায় সময় এসি ২৪-২৬ ডিগ্রির মধ্যে সেট করতে পারেন।

সূত্র: বেস্ট অব এয়ার কুলার

Advertisement

কেএসকে/এএসএম