খেলাধুলা

আড়াই ঘণ্টা লড়াই করে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে জকোভিচ

প্রত্যাশা মতোই উইম্বলডনের শিরোপা জয়ের দিকে এগিয়ে চলছেন বিশ্বসেরা টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ। এরই মধ্যে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন তিনি।

Advertisement

২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সরাসরি সেটে প্রতিপক্ষকে হারিয়েছে দ্বিতীয় রাউন্ডে। যদিও অস্ট্রেলিয়ার অবাছাই খেলোয়াড় জর্ডান থম্পসনের বিরুদ্ধে তাকে জিততে হয়েছে যথেষ্ট লড়াই করে। জর্ডান থম্পসনকে তিনি হারিয়েছেন ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৫ সেটে। শেষ দুই সেটে সঠিক সময়ে জ্বলে উঠতে না পারলে ফল ভিন্নও হতে পারতো। শেষ করার আগ পর্যন্ত লড়াই চলল ২ ঘণ্টা ২৭ মিনিট ধরে।

জর্ডান থম্পসনের বিপক্ষে প্রথম সেট সহজেই জিতে নেন জকোভিচ। ষষ্ঠ গেমে প্রতিপক্ষের সার্ভিস ভেঙে ৪-২ ব্যবধানে এগিয়ে যান জোকার। থম্পসনের শক্তিশালী ‘এস’ সার্ভিস ছাড়া উইম্বলডনের দ্বিতীয় বাছাইকে আর কিছুই সমস্যা ফেলতে পারেনি। নিজের সার্ভিস গেমগুলি জিততে কোনও বেগই পেতে হয়নি সার্বিয়ান এই তারকাকে। মাত্র ৩০ মিনিটে ৬-৩ ব্যবধানে প্রথম সেট জিতে নেন তিনি।

প্রথম সেটে পিছিয়ে পড়েও হাল ছাড়েননি অস্ট্রেলিয়ান থম্পসন। দ্বিতীয় সেটে জকোভিচের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। তার সঙ্গে সমান সমান পাল্লা দিলেন থম্পসন। টাইব্রেকারে নিয়ে যান সেট। এই সেটে কেউ কারও সার্ভিস ভাঙতে পারলেন না।

Advertisement

সপ্তম গেমে জকোভিচ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। আনফোর্সড এরর (অনিচ্ছাকৃত ভুল) করে সুযোগ নষ্ট করেন। দ্বিতীয় সেটে চাপের মুখে জকোভিচকে বেশ কিছু আনফোর্সড এরর করতে দেখা গেল। প্রতিপক্ষের তুলনায় উইনারও মারলেন কম।

প্রথম সেট দাপটে জেতার পর দ্বিতীয় সেটে জোকোভিচ যেন হঠাৎই ছন্দ হারালেন। প্রথম সেটে একটাও আনফোর্সড এরর করেননি তিনি। অথচ দ্বিতীয় সেটে করলেন নয়টি। কোর্ট কভারিংয়েও তুলনায় পিছিয়ে থাকলেন জকোভিচ। থম্পসনের আগ্রাসী টেনিসের সামনে দ্বিতীয় সেটে তেমন সুবিধা করতে পারলেন না। নেটের কাছেও বেশি কার্যকর ছিলেন অস্ট্রেলিয়ান তারকা। ৬-৬ হওয়ার পর সেট গড়ায় টাইব্রেকারে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৭-৪ ব্যবধানে টাইব্রেকার এবং সেট জিতলেন সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন। দ্বিতীয় সেট জিততে ১ ঘণ্টা ৫ মিনিট লড়াই করতে হল জকোভিচকে।

২-০ ব্যবধানে পিছিয়ে পড়লেও লড়াই ছাড়েননি থম্পসন। তৃতীয় সেটেও সমানে সমানে লড়াই করলেন। প্রথম ১১টি গেমে কেউ কারও সার্ভিস ভাঙতে পারেননি। তবে অস্টম গেমে প্রতিপক্ষকে কিছুটা চাপে ফেলেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত সার্ভিস ভাঙতে পারেননি।

এই সেটেও জকোভিচকে যথেষ্ট বেগ দিলেন এটিপি ক্রমতালিকায় ৭০ নম্বরে থাকা থম্পসন। শেষে ১২ নম্বর গেমে থম্পসনের সার্ভিস ভেঙে ম্যাচ জিতলেন জোকার। ৪০-৩০ পয়েন্টে এগিয়ে থাকা জকোভিচ আর ভুল করেননি। ফোর হ্যান্ড উইনারে গেম, সেট, ম্যাচ জিতে নেন। জোকারের শেষ শটের কোনও জবাব ছিল না অস্টেলীয়র কাছে।

Advertisement

আইএইচএস/