উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী শ্যামল মিত্রর ছেলে সৈকত মিত্রকে নিয়ে বেশ কিছু কাজ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী। এসব কাজের মধ্যে রয়েছে বেসরকারি চ্যানেল ডিবিসিতে সৈকত মিত্রকে নিয়ে একটি সাক্ষাৎকার অনুষ্ঠান।‘চতুরঙ্গ’ নামের এ বিনোদনমূলক সাক্ষাৎকার অনুষ্ঠানটি আগামী ৮ জুলাই, শনিবার রাত ৮টায় ডিবিসিতে প্রচার হবে।
Advertisement
অন্যদিকে সৈকত বিশ্বাসের কথায়, তিমির নন্দীর সুর এবং বিনোদ রায়ের সংগীতায়োজনে সৈকত মিত্রের কণ্ঠে একটি গান রেকর্ড করা হয়ছে। এটি শিগগির মুক্তি পাবে।
আরও পড়ুন: আমি বাবার হাতে মারও খেয়েছিলাম: তিমির নন্দী
এছাড়াও আজ (৬ জুলাই) সকাল ১১টায় বিটিভিতে তিমির নন্দীর উপস্থাপনায় একটি বিশেষ সংগীতানুষ্ঠানে অংশ নেন সৈকত মিত্র। এতে সৈকত মিত্রের গান সংগীত জীবনের বিভিন্ন কথা উঠে আসে।
Advertisement
আরও পড়ুন: মুক্তিযুদ্ধে অংশগ্রহণ জীবনের শ্রেষ্ঠ অর্জন: তিমির নন্দী
এ প্রসঙ্গে তিমির নন্দী জাগো নিউজকে বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল উপমহাদেশের প্রণম্য ও কিংবদন্তি শিল্পী শ্যামল মিত্রর সুযোগ্য সন্তান শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সৈকত মিত্রকে নিয়ে গান ও সংগীত বিষয়ক অনুষ্ঠান করার। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এতে আমার বেশ ভালো লাগেছে। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ টেলিভিশন এবং সংশ্লিষ্ট সবাইকে।
জানা গেছে, সৈকত মিত্র আগামীকাল (৬ জুলাই) কলকাতা ফিরে যাবেন। তিনি গত ১ জুলাই নোয়াখালীতে একটা শো করতে বাংলাদেশে এসেছিলেন।
এমএমএফ/জেআইএম
Advertisement