বিনোদন

দেশে ফিরেছেন শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খান লস অ্যাঞ্জেলসে শুটিং করার সময় মঙ্গলবার (৪ জুলাই) আঘাত পেয়েছিলেন। সেখানে অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন তিনি। কিং খানের নাকে অস্ত্রোপচারও করতে হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছিল।

Advertisement

বিপদ কাটিয়ে অবশেষে ভারতে ফিরলেন তিনি। এখন মান্নাতে, নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন বাদশা। সকালেই মুম্বা এয়ারপোর্টে নামতেই তাকে ঘিরে ধরেন ভক্তরা। চোখে গগলস। নীল হুডি পরে কিং খান এয়ারপোর্টে নামতেই চারদিকে রব উঠলো- খান সাহাব, মানে-খান সাহেব, খান সাহেব…।

আরও পড়ুন: শুটিংয়ে আহত শাহরুখ খান

যদিও তখন কারও সঙ্গেই কথা বলেননি তিনি। আমেরিকায় লস অ্যাঞ্জেলসে শুটিং করতে গিয়ে অঘটন ঘটে সেটে। আঘাত পান শাহরুখ। শুরু হয় নাক দিয়ে গলগল করে রক্তপাত। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

Advertisement

      View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

হাসপাতালে একটি ছোট অস্ত্রোপচারও হয় তার। জানা গেছে, তিনি এখন সম্পূর্ণ ফিট ! নাকে কোনো ক্ষতও চোখে পড়েনি। অনুমান করা হচ্ছে, তিনি ভালোই আছেন।

সকাল সাড়ে ৪টায় এক ফাটোশিকারির অ্যাকাউন্ট থেকে শাহরুখ খানের মুম্বাই বিমানবন্দরে নামার ছবি পোস্ট করা হয়। সঙ্গে ছিলেন তার সফরসঙ্গীরা। শাহরুখ পরেছিলেন একটি ছাই-নীল সোয়েটশার্ট, নীল ডেনিম, মাথায় একটি কালো টুপি, চোখে গগলস। তার নাকে কোনো ব্যান্ডেজ দেখা যায়নি।

আরও পড়ুন: বাবা শাহরুখের সঙ্গে সিনেমায় সুহানা

Advertisement

বিমানবন্দরের পার্কিং এরিয়ায় সঙ্গে দেখা গেছে স্ত্রী গৌরী ও ছোট ছেলে আব্রামকেও। গৌরী পরেছিলেন একটি স্টাইলিশ মিডি ও ব্লেজার! প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, তাদের সবাইকে বেশ চিন্তামুক্তই লাগছিল।

এ ছবি সামনে আসার পরই ভক্তমহলে হইচই পড়ে যায়। সবাই তার সুস্বাস্থ্য কামনা করেন। অনুরাগীরা আশ্বস্তও হন তাকে ব্যান্ডেজ ছাড়া অবস্থায় দেখে।

শাহরুখের দেশে ফেরার ভিডিওতে উপচে পড়ছে ভক্তদের শুভেচ্ছা। অনেক ভক্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে তার সুস্থতা কামনা করেছেন। একজন ভক্ত লিখেছেন, আল্লাহকে ধন্যবাদ তিনি এখন ভালো আছেন আমি ভালো ঘুমাতে পারছি।

আরও পড়ুন: ধূমপান ছেড়ে দেওয়ার প্রশ্নে যা বললেন শাহরুখ

আরেকজন জিজ্ঞেস করলো, তিনি ঠিক আছেন? আরেক ভক্ত লিখেছেন, আল্লাহকে ধন্যবাদ তিনি ভালো এবং সুস্থ আছেন। কেউ আবার লিখেছেন, তার নাকে চোট লেগেছে এবং তাতে অস্ত্রোপচার হয়েছে? অস্ত্রোপচার হলে নাকে ব্যান্ডেজ কোথায়? শাহরুখ নিজে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। কোনো কোনো ভক্ত বলছেন- ঘটনা যা-ই হোক বাদশা সুস্থ আছেন এটাই বড় কথা।

এমএমএফ/এমএস