অর্থনীতি

কাঁচা মরিচের দাম বেশি রাখায় ৯৫ ব্যবসায়ীকে জরিমানা

কাঁচা মরিচের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বুধবার সারা দেশের ৪০টি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কাঁচা মরিচ ছাড়াও অন্যান্য নিত্যপণ্যের দামের বিষয়েও তদারকি করা হয়। এসময় পণ্যের মূল্য কারচুপি, মূল্য তালিকা ও ভাউচার না থাকায় ৯৫ ব্যবসায়ীকে তিন লাখ ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে সংস্থাটি।

Advertisement

বুধবার (৫ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলাপর্যায়ে একযোগে কাঁচা মরিচ ও চিনির মূল্য এবং মজুতসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে অভিযান পরিচালিত হয়। এরমধ্যে ঢাকায় অভিযান পরিচালনা করে তিনটি টিম। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ মোট ৩৭টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: একদিন পরই ফের বাড়লো কাঁচা মরিচের দাম

ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, কাঁঠালবাগান কাঁচাবাজার, তেজকুনিপাড়া কাঁচাবাজার, যাত্রাবাড়ী কাঁচাবাজার, দয়াগঞ্জ কাঁচাবাজার, ধলপুর কাঁচাবাজার, ডেমরা কাঁচাবাজার, শনির আখড়া কাঁচাবাজার ও মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার এলাকায় মরিচের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়।

Advertisement

কাঁচা মরিচের মূল্যের পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সারাদেশে একযোগে এ অভিযান পরিচালিত হয়, যা তিনদিন ধরে অব্যাহতভাবে চলছে।

আরও পড়ুন: কাঁচা মরিচের দাম বেশি রাখায় ১১৮ ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

এদিকে আমদানি শুরুর খবরে সোমবার কাঁচা মরিচের দাম কেজিপ্রতি নেমেছিল ২০০ টাকার ঘরে। এরপর মঙ্গলবার দাম কিছুটা বেড়ে ৩০০-৩৫০ টাকায় ওঠে। একদিনের ব্যবধানে এবার ৫০০ টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের কেজি। সবশেষ বুধবার (৫ জুলাই) রাজধানীর বাজারগুলোতে দেখা যায় প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০-৫০০ টাকা কেজি দরে।

এনএইচ/জেডএইচ/জেআইএম

Advertisement