দেশজুড়ে

বৈদ্যুতিক পাম্পে গোসলে গিয়ে প্রাণ গেলো দুই শিশুর

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বৈদ্যুতিক পাম্পের পানিতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

নিহত মাহি আক্তার (৯) উপজেলার চরশৈলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামের মো. মমিনুল ইসলামের মেয়ে এবং বিন্দু আক্তার (৯) একই গ্রামের বদ্দু মিয়ার মেয়ে।

বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে বাড়ির পাশে কয়েকজন শিশু বৈদ্যুতিক মোটরে গোসল করতে যায়। এসময় মাহি প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে ছাড়াতে গিয়ে আরও দুই শিশু বিদ্যুতায়িত হয়।

Advertisement

পরে শিশুদের চিৎকারে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা ছাত্তার দুই শিশুকে মৃত ঘোষণা করেন। তবে আহত অপর শিশুকে হাসপাতালে না নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

চরশৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈদ্যুতিক পাম্পের পানিতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময় আরেক শিশু আহত হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ফজলুল করিম ফারাজী/এমআরআর/জেআইএম

Advertisement