বলিউড তারকা আলিয়া-রণবীরের নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ঝলক মিলেছিল টিজারেই। আজ (৪ জুলাই) প্রকাশ্যে এসেছে এ সিনেমার ট্রেলার। সিনেমার মূল চরিত্রে রয়েছে দুই ভিন্ন ধরনের মানুষের প্রেম কাহিনি। রানধাওয়া ও চট্টোপাধ্যায় পরিবারের মধ্যে বিভিন্নমুখী প্রতিযোগিতার গল্প উঠে আসবে এ সিনেমায়।
Advertisement
আরও পড়ুন: শুটিংয়ে আহত শাহরুখ খান
করণ জোহরের নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর সিং। পাঞ্জাবি রানধাওয়া পরিবারের সন্তান রকি। অন্যদিকে বাঙালি চট্টোপাধ্যায় পরিবারের সন্তান রানি। একেবারে দুই ভিন্ন ধরনের চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও একে অপরের প্রেমে পড়ে রকি আর রানি।
কিন্তু তাদের প্রেম কাহিনিকে পরিণতি দিতে মরিয়া চেষ্টা দু'জনের। সব শেষে তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে তিন মাস করে তারা একে অপরের বাড়িতে থাকবে। অর্থাৎ ‘স্যুইচ’ অপারেশন। যদি এই তিন মাস তারা টিকে যেতে পারেন, তাহলে বিয়ের পরের পঞ্চাশ বছরও নির্বিঘ্নে কাটাতে পারবেন।
Advertisement
তবে ট্রেলারের বিভিন্ন অংশ দেখে বেশ বোঝা যাবে দুই পরিবারের কেউই একে অপরকে পছন্দ করছেন না। হাসি মজার মোড়কে প্রেম, ভালোবাসা, লড়াই, মন ভাঙার গল্প বলবে কর্ণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।
আরও পড়ুন: জাহ্নবী-রাজকুমারের সিনেমার মুক্তির তারিখ ঘোষণা
সিনেমায় বাঙালি কন্যার চরিত্রে আলিয়া ভাট। শাড়ি, চোখে মোটা কাজল, কপালে ছোট্ট টিপ পরে খুবই সুন্দ দেখাচ্ছে তাকে। তার পরিবারের সদস্যরা চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, শাবানা আজমি। শিক্ষিত, মার্জিত, সাংস্কৃতিক ও শৈল্পিক সত্ত্বা সম্পন্ন এক পরিবার।
এ পরিবার আর পাঁচটা বাঙালি পরিবারের মতোই যাদের বাড়িতে টাঙানো থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় একটি ছবি। এবং খুবই ফিল্মি কায়দায় রবীন্দ্রনাথকে চিনতে পারে না পাঞ্জাবী রকি। তেমনই পাঞ্জাবি বড়লোক বাড়ির ছেলে রকি।
Advertisement
সম্ভ্রান্ত পাঞ্জাবি পরিবার, অঢেল অর্থ কিন্তু ছেলে পড়াশোনায় বিশেষ দূর এগোতে পারেনি, যার ভোট দেওয়ার নাগরিক অধিকার সম্পর্কেও বিশেষ জ্ঞান নেই। এমনই দুই পরিবার যখন মুখোমুখী দাঁড়ায়, তার পরিণাম কী হয়, সেটা দেখা যাবে প্রেক্ষাগৃহে। আলিয়া ভাটের মুখে ‘খেলা হবে’ সংলাপ অবশ্য অবাক করতে পারে বাঙালি দর্শককে।
আরও পড়ুন: ‘গোল মাল’ খ্যাত বলিউড তারকা হরীশ মেগন আর নেই
সোশ্যাল মিডিয়ায় ট্রেলার প্রকাশ হওয়ার পর দর্শকদের একাংশ যেমন করণ জোহরের ‘লার্জার দ্যান লাইফ’ সিনেমার প্রশংসা করেছেন, তেমনই একাংশ বাঙালি ও পাঞ্জাবিদের বাঁধাধরা ছকে ফেলার অভিযোগ তুলেছেন। এখন সময় বলবে এ সিনেমা দর্শক কতটা পছন্দ করছেন। আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।
এমএমএফ/এমএস