দেশজুড়ে

বেশি দামে মরিচ বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

রাজশাহীতে বেশি দামে কাঁচা মরিচ বিক্রির অভিযোগে মো. সবুজ নামের এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Advertisement

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে রাজশাহীর সাহেব বাজার মাস্টার পাড়া কাঁচা বাজারে অভিযান চালায় বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

আরও পড়ুন: কুড়িগ্রামে পিকআপ-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

অভিযান পরিচালনা শেষে উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, সারাদেশের মতো রাজশাহীতেও মরিচের দাম বৃদ্ধি নিয়ে আমরা অভিযান চালাই। বাজারে এক এক সময় বিভিন্ন দাম বলছে বিক্রেতার। বাজারে মূল্যবৃদ্ধির পিছনে কারা আছেন সে বিষয়ে জানতে আমরা তদন্ত করছি।

Advertisement

তিনি আরও বলেন, প্রতিদিনই আমরা অভিযান চালাচ্ছি। আজও বেশি দামে মরিচ বিক্রির দায়ে একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সাখাওয়াত হোসেন/জেএস/জেআইএম