বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
Advertisement
সোমবার (৩ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কিঁচক ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুরের বাসিন্দা সাজ্জাদ হোসেন (৩৫), কুলছুম বেগম (২৫), শিমুল (২০), রাজশাহী জেলার বাঘা উপজেলার শফিকুল (৩২) ও অজ্ঞাত এক নারী (৩৫)। বর্তমানে তারা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও বাকিদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।
Advertisement
আরও পড়ুন: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে তারসহ একজন আটক
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিঁচক ব্রিজ এলাকায় সোমবার বিকেলে আলু বোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। ওই ট্রাকে থাকা আলু আনলোড করতে আরও দুইটি ট্রাক নিয়ে এসে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। রাতে দিনাজপুর হিলি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাব পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা ওই ট্রাক দুইটির পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
ওসি আরও বলেন, বাসটি জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়েছে। চালক ও সহকারী পলাতক থাকায় কাউকে আটক সম্ভব হয়নি। বাসের বেপরোয়া গতির জন্য এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
Advertisement
জেএস/জিকেএস