বিয়ের অনুষ্ঠানে সানাই বাজছে। নাচ হচ্ছে, গান হচ্ছে। হাসি, ঠাট্টা, আনন্দ লেগেই রয়েছে। চারপাশে অতিথিদের ভিড়। কিন্তু আচমকা বিয়েবাড়ির সেই আনন্দ উৎসবের সুরে ব্যাঘাত। বর খেয়াল করেন, হবু শাশুড়ি নাচছেন, তার মুখে সিগারেট। এই দৃশ্য একেবারেই পছন্দ হয়নি বরের। এ নিয়ে ঝামেলার জেরে শেষ পর্যন্ত বিয়েই ভেঙে দেন তিনি। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এই ঘটনা।
Advertisement
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, গত ২৭ জুন রাজ্যের সম্বল জেলায় ছিল এই বিয়ের অনুষ্ঠান। সেদিন রাজপুরার কন্যার সঙ্গে সারায়াতরীন এলাকার এক যুবকের বিয়ের আয়োজন করা হয়েছিল। প্রথম থেকে সব নিয়মকানুন মেনেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যায় যথাসময়ে বিয়ের মণ্ডপে পৌঁছান বর। গানের তালে তালে অতিথিরা অনেকেই নাচছিলেন।
আরও পড়ুন>> বাসর রাতে পেটব্যথা, পরদিনই মা হলেন নববধূ!
মণ্ডপে বসে বর হঠাৎ দেখেন, কনের মা অর্থাৎ তার হবু শাশুড়ি নাচতে নাচতে আসরে প্রবেশ করেছেন। আর তার মুখে জ্বলছে সিগারেট।
Advertisement
হবু শাশুড়ির এই রূপ মেনে নিতে পারেননি যুবক। বিষয়টি দেখে স্তম্ভিত হয়ে যান তিনি। কন্যার বিয়ের দিন মা সবার সামনে ধূমপান করবেন, এই দৃশ্য হজম করতে পারেননি বর। তৎক্ষণাৎ প্রতিবাদ করে ওঠেন। তাতেই তাল কাটে বিয়ের আনন্দের।
আরও পড়ুন>> বাসর ঘরে হার্ট অ্যাটাকে বর-বউয়ের মৃত্যু
বরের আপত্তি নিয়ে কনের পরিবারের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এসময় কনে তার মায়ের পক্ষ নিয়েই কথা বলেছিলেন। এভাবে বেশ কিছুক্ষণ ঝামেলার পর বিয়ে বাতিল করে দেন যুবক।
এ ঘটনার পরে দুই পরিবারের দ্বন্দ্ব মেটাতে পঞ্চায়েতের সালিশ ডাকা হয়। সেখানে আলোচনার পরে অবশ্য ঝামেলা দূর হয়েছে। দুই পরিবার আবারও ঘনিষ্ঠ হয়েছে বলে জানা গেছে।
Advertisement
আরও পড়ুন>> দুই নারীর বিয়ের সাক্ষী এবার কলকাতা
সূত্র: নিউজ১৮, আনন্দবাজার পত্রিকাকেএএ/