পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে মদিনায় গিয়ে বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
Advertisement
স্থানীয় সময় শনিবার (১ জুলাই) এশার নামাজের পর তিনি মদিনার প্রাণকেন্দ্র ‘মসজিদে নববি’তে সবুজ গম্বুজের নিচে শায়িত মহানবির (সা.) রওজা শরিফ জিয়ারত করেন। এসময় তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং রিয়াজুল জান্নাতে দুই রাকাত নফল নামাজ আদায় করেন।
বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি সেখানে পৌঁছালে মসজিদে নববির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হজ পালনের জন্য ১০ দিনের সফরে রাজকীয় অতিথি হিসেবে গত ২৩ জুন সৌদি আরবে যান।
Advertisement
পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিনে শুক্রবার রাতে মদিনায় পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) আগামীকাল সোমবার (৩ জুলাই) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এমকেআর/জেআইএম