জাতীয়

৪ দিনে ঢাকা ছেড়েছেন ৮৮ লাখ ৭৭ হাজার সিম ব্যবহারকারী

২৭ থেকে ৩০ জুন এ চারদিনে ঢাকা ছেড়েছেন ৮৮ লাখ ৭৭ হাজার ১১৩ জন সিম ব্যবহারকারী। বিপরীতে এই চারদিনে ঢাকায় প্রবেশ করেছেন ২৬ লাখ ২০ হাজার ৩৩৯ জন সিম ব্যবহারকারী।

Advertisement

শনিবার (১ জুলাই) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, ঈদের ছুটিতে মঙ্গলবার (২৭ জুন) ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। ঈদের আগের দিন বুধবার (২৮ জুন) ৩১ লাখ ৪১ হাজার ৪৩০ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

ঈদের দিন বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। ঈদের পরদিন শুক্রবার ঢাকা ছেড়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৫৯০ সিম ব্যবহারকারী। অর্থাৎ ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত চারদিনে ঢাকা ছেড়েছেন ৮৮ লাখ ৭৭ হাজার ১১৩ সিম ব্যবহারকারী।

Advertisement

অন্যদিকে ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন এই চারদিনে মোট ২৬ লাখ ২০ হাজার ৩৩৯ সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন। এরমধ্যে ঈদের দিন (২৯ জুন) ঢাকায় প্রবেশ করেছেন ৫ লাখ ৫৬ হাজার ২৮১ সিম ব্যবহারকারী।

এছাড়া মঙ্গলবার ২৭ জুন ৭ লাখ ৭৮ হাজার ৫৪৩ সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন। ঈদের আগের দিন (বুধবার) ঢাকায় প্রবেশ করেছেন ৭ লাখ ৩২ হাজার ৫৪৪ সিম ব্যবহারকারী। ঈদের পরদিন (শুক্রবার) ঢাকায় প্রবেশ করেছেন ৫ লাখ ৫২ হাজার ৯৭৩ সিম ব্যবহারকারী।

চারদিনে ঢাকা ছাড়াদের মধ্যে গ্রামীণফোনের ৪২ লাখ ৪৯ হাজার ১৯৭ গ্রাহক রয়েছেন। এছাড়া রবি আজিয়াটা লিমিটেডের ১৫ লাখ ৬ হাজার ৫০৫ গ্রাহক, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ২৬ লাখ ৩৩ হাজার ৬৫৬ গ্রাহক এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ২ লাখ ৮৭ হাজার ৭৫৫ গ্রাহক রয়েছেন।

অন্যদিকে চারদিনে ঢাকায় প্রবেশকারীদের মধ্যে গ্রামীণফোনের ৬ লাখ ৪০ হাজার ২১৪ গ্রাহক, রবির ৩ লাখ ৮১ হাজার ৬৭৩ গ্রাহক, বাংলালিংকের ১৩ লাখ ৯৮ হাজার ৬৪৭ গ্রাহক এবং টেলিটকের ১ লাখ ৯৯ হাজার ৮০৫ গ্রাহক রয়েছেন।

Advertisement

বিএ/জেআইএম