জোকস

আজ জোকস দিবস

হাসি যেমন মন ভালো করে দেয়, তেমনি শরীর সুস্থ রাখতেও হাসিখুশি থাকার বিকল্প নেই। আজকাল মনের সুস্থতা দরকার অনেক বেশি। কর্মব্যস্ত দিনে অফিসের কাজ, বসের চোখ রাঙানি কিংবা শিক্ষকদের বকাবকি তারপরও হাসতে ভুলে না বাঙালি।

Advertisement

বাঙালি এবং বাংলায় রসবোধ আছে বহুকাল আগে থেকেই। সেই থেকেই তো গোপাল ভাঁড়ের মতো হাস্য কৌতুকে ভরা কত গল্প তৈরি হয়েছে। অনেককাল আগে থেকেই বাংলা পত্রিকায় বের হতো মজার মজার কৌতুক।

সাহিত্যের একটি অংশ জুড়ে আছে কৌতুক। একে মিনি সাহিত্যও বলা হয়। কালিপ্রসন্ন, পরশুরাম, তারাপদ রায়, আবুল মনসুর আহমদ, শিবরাম চক্রবর্তী, বনফুল, ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায়, ব্যারনমুন সাউজেনসহ অনেকেই এই সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

শেক্সপিয়র তার ‘ম্যাকবেথ’ নাটকে নক-নক জোক প্রবর্তন করেছেন। নিউইয়র্কের মাসিক ম্যাগাজিন ‘দ্য নিকারবকার’ সর্বপ্রথম ক্লাসিক কৌতুক প্রকাশ করে, ‘কেন মুরগি রাস্তা পার হয়েছিল? অন্য দিকে যাওয়ার জন্য।’

Advertisement

জানেন কি? আজ আন্তর্জাতিক জোকস দিবস। প্রতিবছর ১ জুলাই দিনটি বিশ্বের বিভিন্ন দেশে জোকস দিবস হিসেবে পালন করা হয়। এই দিবসের মূল উদ্দেশ্যই মানুষকে একটি দিন হাসিখুশি রাখা। এদিনে বন্ধুদের সঙ্গে আড্ডায় বিভিন্ন কৌতুক শুনিয়ে তাদের হাসাতে পারেন। কিংবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন মজার মজার কিছু কৌতুক।

কেএসকে/এএসএম