দেশজুড়ে

কোরবানির চামড়া বোঝাই পিকআপে মিললো ১০০ কেজি গাঁজা

বগুড়ার শাজাহানপুরে কোরবানির চামড়া বোঝাই পিকআপভ্যান থেকে ১০০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

শনিবার (১ জুলাই) দুপুরে ১টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরআগে শুক্রবার (৩০ জুন) দিনগত রাতে শাজাহানপুরের ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ীতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরবের টেকেরহাটি গ্রামের আবুল খায়েরের ছেলে শ্রাবণ আহম্মেদ (২০), গাজীপুর বর্মী বাজারের পাইটাল বাড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে জসিম মিয়া (৩৬) ও জয়পুরহাটের কাশিয়াবাড়ী গ্রামের আব্দুল মুত্তালেবের ছেলে পিকআপচালক আরিফ হোসেন (৩৪)।

Advertisement

আরও পড়ুন: প্রেমের টানে নোয়াখালীতে মালয়েশিয়ান তরুণী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতাররা চামড়া বোঝাই পিকআপভ্যানে গাঁজার চালান নিয়ে হবিগঞ্জের মাধবপুর থেকে বগুড়ায় আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়িতে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় কোরবানির চামড়া বোঝাই পিকআপে থাকা তিনজনের আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা গাঁজা পাচারের কথা স্বীকার করে। পরে পিকআপে থাকা ৭০ টি কুরবানির গরুর চামড়ার নিচে থেকে প্লাস্টিকে বস্তায় মোড়ানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া উপ-পরিদর্শক আবির হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িত বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শাজাহানপুর থানায় মামলার পর গ্রেফতাদের সোপর্দ করা হয়েছে৷

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা করেছেন। গ্রেফতারদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

জেএস/জেআইএম