আন্তর্জাতিক

বিনোদন পার্কের ৪০ ফুট উঁচু থেকে দড়ি ছিঁড়ে পড়ে গেলো শিশু

পরিবারের সঙ্গে বিনোদন উদ্যানে (অ্যামিউজ়মেন্ট পার্ক) বেড়াতে গিয়েছিল ছয় বছরের ছোট্ট সিসার। সেখানেই ঘটে গেলো বিপত্তি। ৪০ ফুট উঁচু থেকে দড়ি (জিপ লাইন) ছিঁড়ে সোজা নিচে পড়লো সে।

Advertisement

গোটা ঘটনাই ধরা পড়েছে দর্শকের ফোন ক্যামেরায়। যেখানে দেখা যাচ্ছে, রোপওয়ের দড়ি ছিঁড়ে গাইডের হাত ফস্কে নীচে পড়ে যাচ্ছে ছ’বছরের সিসার। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর মন্টেরির একটি বিনোদন উদ্যানে।

আরও পড়ুন> মহারাষ্ট্রে বাসে আগুন, নিহত ২৫

আশ্চর্যের ব্যাপার হলো, এত উঁচু থেকে পড়লেও প্রাণে বেঁচে গেছে সিসার। ওই উঁচু স্থান থেকে সিসার গিয়ে পড়ে একটি কৃত্রিম জলাধারে। সেখানে থাকা অন্য এক দর্শক তাকে বাঁচায়। শারীরিকভাবে খুব বেশি আঘাত না লাগলেও সিসারের আসল ব্যথা লেগেছে মনে। ঘটনার পর থেকেই ক্ষণে ক্ষণে ডুকরে কেঁদে উঠছে সে।

Advertisement

A six-year-old boy falls from a height of 12 meters while on a ropes rack at Fundidora Park in Monterrey, Mexico pic.twitter.com/DAysWyikiA

— Around the world (@1Around_theworl) June 26, 2023

সিসারের বড় ভাই অবশ্য তাকে ফিরে পাওয়ার আনন্দে মশগুল। তার অভিযোগ, উদ্যানের কর্মীরা যদি সঠিক প্রশিক্ষণ পেতেন তাহলে হয়তো এই ঘটনা ঘটত না।

আরও পড়ুন> দাঙ্গার আগুনে জ্বলছে ফ্রান্স, জরুরি অবস্থা জারির জন্য চাপ

ভিডিওতে দেখা যাচ্ছে, সিসারের ঠিক পাশেই ছিলেন এক কর্মী। রোপওয়ের মূল দড়ির সঙ্গে লাগানো থাকে যাত্রীদের আলাদা দড়ি। সেই দড়িতেই থাকে বসার ব্যবস্থা এবং হাত দিয়ে সেই দড়ি শক্ত করে ধরে রাখতে হয়।

Advertisement

কিন্তু দেখা যাচ্ছে, সিসারের দড়িটি কোনোভাবে যে গোলমাল করছে তা আঁচ করতে পেরে উদ্যানের কর্মী দ্রুতবেগে তার কাছে এসে পৌঁছান। সিসারকে হাত দিয়ে ধরতেও দেখা যায়। তার পরেই আচমকা কর্মীর হাত ছাড়িয়ে নীচে পড়ে যায় সিসার।

 এমএসএম