জাতীয়

হলি আর্টিসানে হামলায় নিহতদের প্রতি বিভিন্ন দূতাবাসের শ্রদ্ধা

রাজধানীর গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার ৭ বছর হলো আজ। সকালে নিহত ব্যক্তিদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা।

Advertisement

শনিবার (১ জুলাই) সকালে গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের ওই ভবনের সামনে অস্থায়ী বেদিতে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাপানের রাষ্ট্রদূত ইতোনাওকি। এ ছাড়া ইতালি ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারাও নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিহতদের প্রতি।

আরও পড়ুন> হলি আর্টিসান হামলার ৭ বছর আজ

দূতাবাসের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টার দিকে হোলি আর্টিসানের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন> হলি আর্টিসান হামলা/আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হতে পারে এ বছরই

২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের হলি আর্টিসান ও কিচেন রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় ৯ জন ইতালির নাগরিক, ৭ জন জাপানি নাগরিক, ১ জন ভারতের নাগরিক, ৩ জন বাংলাদেশি নাগরিকও দুই জন পুলিশ কর্মকর্তাসহ ২৩ জন নিহত হন। পরবর্তীতে সেনাবাহিনীর অপারেশন থান্ডার বোল্ড অভিযানে ৫ জঙ্গি নিহত হয়।

আরও পড়ুন> জঙ্গিবাদ নিশ্চিহ্ন হয়ে যায়নি, নিয়ন্ত্রণে আছে: ডিএমপি কমিশনার

হলি আর্টিসানে জঙ্গি হামলার ঘটনার জেরে পরবর্তীতে সারাদেশে পুলিশ ও র্যাব ২৭টি জঙ্গিবিরোধী অভিযান চালায়। এতে ৭৩ জন নিহত হয়।

Advertisement

আইএইচআর/এসএনআর/জেআইএম