যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেছেন জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
Advertisement
বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঈদুল আজহার নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। জাপানের মসজিদগুলোতে ঈদের জামাতের আয়োজন করা হয়। বেশিরভাগ মসজিদেই একাধিকবার জামায়াতের আয়োজন করতে হয়েছে।
প্রতিটি জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
জাপানে মোট মুসলিম বসবাসকারীর অনুপাতে বাংলাদেশি মুসলিমের সংখ্যা বেশি হওয়ায় টোকিও হিগাশিজুজু মদিনা মসজিদে তিনটি ঈদের জামাত হয়।
Advertisement
অন্যদিকে মসজিদ না থাকায় কিছু শহরে স্থানীয় হল ভাড়া করে ঈদ জামাতের আয়োজন করা হয়।
এমকেআর/জিকেএস