খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু পরিসংখ্যান

আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার টেনের লড়াই। সুপার টেনে গ্রুপ-২ থেকে প্রথম দিন মুখোমুখি হচ্ছে গত আসরের রানার্স-আপ ভারত ও নিউজিল্যান্ড। এই দু’দল মুখোমুখি হবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো ক্রিকেট পাঠকদের জন্য।১. দলগত রেকর্ড:সর্বোচ্চ দলীয় রান শ্রীলঙ্কার ২৬০/৭ বিপক্ষ-কেনিয়া (২০০৭)সর্বনিম্ন দলীয় রান নেদারল্যান্ডস ৩৯ বিপক্ষ শ্রীলঙ্কা (২০১৪)সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয় দক্ষিণ আফ্রিকা ২০৮/২ বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (২০০৭)বড় জয় (রান) শ্রীলঙ্কা- ১৭২ রানে বিপক্ষ কেনিয়া (২০০৭)বেশি জয় শ্রীলঙ্কা- ২১টি (২০০৭-২০১৪)বেশি হার বাংলাদেশ- ১৫টি (২০০৭-২০১৬)২. ব্যাটিং রেকর্ড:সবচেয়ে বেশি রান মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা, ২০০৭-২০১৪) ১০১৬ রানএক টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান বিরাট কোহলি (ভারত) ৩১৯ রান (২০১৪)ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) বিপক্ষ বাংলাদেশ (২০১২) ১২৩ রান (৫৮ বল)সেঞ্চুরি ৬ জন ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), সুরেশ রায়না (ভারত), মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড) ও আহমেদ শেহজাদ (পাকিস্তান)।সবচেয়ে বেশি ফিফটি ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ৭টিসেরা ব্যাটিং গড় (অন্তত ১০ ইনিংস) বিরাট কোহলি (ভারত) ৭২.০০সেরা জুটি মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (২০১০) ১৬৬ রান (দ্বিতীয় উইকেটে)শূন্য রানে আউট তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা) ও শহিদ আফ্রিদি (পাকিস্তান) ৫ ম্যাচেসবচেয়ে বেশি চার মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা) ১১১টিসবচেয়ে বেশি ছক্কা ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ৪৯টিএক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা ক্রিস গেইল বিপক্ষ দক্ষিণ আফ্রিকা (২০০৭) ১০টি।৩. বোলিং রেকর্ড:সবচেয়ে বেশি উইকেট শিকারী লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ৩৮টিএক টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট শিকারী অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা) (২০১২) ১৫সেরা বোলিং ফিগার অজান্থা মেন্ডিস (শ্রীলঙ্কা) বিপক্ষ জিম্বাবুয়ে (২০১২) ৬/৮ (৪ ওভার)সবচেয়ে বেশি ৪ উইকেট শিকারী সাইদ আজমল (পাকিস্তান) ৩ বারসবচেয়ে ইকোনমি রেট সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ) ৫.১৭৪. ফিল্ডিং রেকর্ড:সবচেয়ে বেশি ক্যাচ (ফিল্ডার) এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ২১টিসবচেয়ে বেশি ক্যাচ (উইকেটরক্ষক) কামরান আকমল (পাকিস্তান) ৩০৫. অন্যান্য রেকর্ড:সবচেয়ে বেশি ম্যাচ তিলকরত্নে দিলশান ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ৩১টিসবচেয়ে বেশি ম্যাচ (অধিনায়ক) মহেন্দ্র সিং ধোনি (ভারত) ২৮টিসবচেয়ে বেশি ম্যাচ (আম্পায়ার) আলিম দার (পাকিস্তান) ৩২টি।বিএ

Advertisement