সাহিত্য

ঈদের দুটি ছড়া

আলাউদ্দিন হোসেন

Advertisement

রঙে-ঢঙে ঈদ

রং-বেরঙের নতুন জামাখোকাখুকির গায়রঙে-ঢঙে ঈদ আনন্দনতুন জুতা পায়।

রং-বেরঙের লুঙ্গি কামিজ পাঞ্জাবি আর শাড়িহাসি-খুশি সারাবেলাসকল নর-নারী।

Advertisement

কোলাকুলি কুশলাদিহাসি-খুশি মনে রঙে-ঢঙে ঈদ আনন্দ দেহ হৃদয় কোণে।

****

ঈদ মানে

ঈদ মানে রঙিন পোশাকমনে খুশির রংরঙিন পোশাক পরিধানেরং-বেরঙের ঢং।

Advertisement

ঈদ মানে কোলাকুলিঈদের নামাজ পড়াপ্রতিবেশী আত্মীয়তারকুশলাদি করা।

ঈদ মানে সারাবেলাহাসি-খুশি মনসবাই মিলে আনন্দ-আড্ডাএক হবার ক্ষণ।

এসইউ/এএসএম