কাতারে ১০ জন কোরআনে হাফেজ ও ৪ জন অলোকিত ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার।
Advertisement
কাতারের রাজধানী দোহা ওয়াসিস বিচ ক্লাবে এই সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। সম্মাননা প্রদান উপ-পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সালাহউদ্দিন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক ভুইঁয়া ও সম্বনয়কারী নাসির উদ্দিন তালুকদারের সার্বিক তত্বাবধানে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
সংস্থার কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বরেণ্যলেখক ও খ্যাতিমান সাংবাদিক রোটারিয়ান শওকত বাঙালি।
Advertisement
আরও পড়ুন> ২১ মসজিদে খুতবা দেবেন বাংলাদেশি খতিবরা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা পরিষদ সদস্য ইসমাইল মুনসুর। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব ভুইঁয়া।
নাসরিন সুলতানা ও সহিদ হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন মুর্শিদ শেখ।
সম্মননা প্রাপ্ত আলোকিত ব্যক্তিত্বরা হলেন গবেষণায় ডক্টর হাবিবুর রহমান, শ্রমজীবী শ্রমিকদের সহতায় ডক্টর মুহম্মদ মুস্তাফিজুর রহমান, সমাজসেবায় শফিকুল ইসলাম তালুকদার বাবু, সাদামনের মানুষ হিসেবে আব্দুল জলিল।
Advertisement
নতুন হাফেজ হিসেবে যারা পেয়েছেন তারা হলেন, আব্দুল্লাহ মুস্তাফিজ, জাকারিয়া জসিম উদ্দিন, মোহাম্মদ বিন মিজান, সফওয়ান বিন নুর, ইব্রাহিম বিন মুনির, হুজাইফা জাফরুল্লাহ, মোহাম্মদ বিন নাজমুল, সৈয়দ তামীম বিন মাহবুব, নাজমুল বিন জুনায়েদ, সৈয়দ খালিদ বিন মাহাবুব।
এমএসএম