প্রতিবারের মতো এবারও ঈদুল আজহার নামাজে কুয়েতে বাংলা খুতবা শুনতে পারবেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দিন ২১টি মসজিদে খতিবরা বাংলা খুতবা পড়বেন বলে কুয়েতে অবস্থিত বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র জানিয়েছে।
Advertisement
বুধবার (২৮ জুন) কুয়েতে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। এদিন দেশটির সব মসজিদে একযোগে ভোর ৫টা ৬ মিনিটে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহার জামাত।
জানা গেছে, বাংলাদেশ অধ্যুষিত এলাকা জিলিব আল শুয়েখ, ফরওয়ানিয়া, কুয়েত সিটিসহ কয়েকটি জায়গায় এ খুতবা পাঠ করা হবে। ঈদের নামাজ পরবর্তী এসব খুতবা পাঠ করবেন ২১ জন বাংলাদেশি।
২১টি মসজিদে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানে বাংলা খুতবা শোনানো হবে। এ তালিকায় রয়েছে ফরওয়ানিয়া গাতা ৫, কুয়েত সিটি, শুয়েখ শিল্প এলাকা, রুমাইছিয়া গাতা ৪, সুক আল মোবারকিয়া, রজম খাশমান কাবাদ, আমগারা শিল্প এলাকা, সুলাইবিয়া শাবিয়া, সুলাইবিয়া জারাইয়া, মীনা আব্দুল্লাহ, জাহরা শিল্প এলাকায় দুটি মসজিদ, কাবাদ, ইরাক বর্ডার, মাতলা গাতা নং ৬ ও ৭/১, আব্দালি ৫ কিলো, সালমি ৫ কিলো এবং হাসাবিয়া গাতা ২ এর দুটি মসজিদ।
Advertisement
জেডএইচ/জেআইএম