দেশজুড়ে

শ্রীমঙ্গলে চা বাগান থেকে উদ্ধার হলো লজ্জাবতী বানর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগান থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বানরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে আসলে এলাকাবাসী দেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগ ও ফাউন্ডেশনের লোকজন এটিকে উদ্ধার করেন।

Advertisement

মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১টায় হরিণছড়া চা বাগানের জনবসতিপূর্ণ এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জাগো নিউজকে বলেন, মানুষ এখন অনেকটা সচেতন হয়েছে। প্রাণী দেখে এখন আর আগের মতো মারমুখী হয় না। নিরাপদে ধরে বন বিভাগ অথবা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। এটা একটা ভালো দিক। এরপরও কিছু এলাকায় সাপসহ অন্যান্য প্রাণী মেরে ফেলার খবর পাওয়া যায়। লোকালয়ে ছুটে আসা বন্যপ্রাণী না মারতে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি।

লজ্জাবতী বানরটিকে উদ্ধারের সময় উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম ও এফজি সুব্রত সরকার।

Advertisement

সহকারী রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা বানরটি উদ্ধার করে রেসকিউ সেন্টারে রেখে সেবা দিচ্ছি। তার গতি-প্রকৃতি পর্যবেক্ষণ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

আব্দুল আজিজ/এফএ/এএসএম