বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের জরুরি বোর্ড সভা ডেকেছে মঙ্গলবার। মঙ্গলবার বিকেল ৪টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বোর্ড সবা অনুষ্ঠিত হবে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান। তিনি জানান, জরুরি বৈঠকে রিজার্ভ থেকে অর্থ চুরি এবং এ সংক্রান্ত তদন্ত কাজের অগ্রগতির সম্পর্কে আলোচনা হবে।এর আগে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম রিজার্ভের অর্থ লুটের বিষয়ে রোববার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এক জরুরি বৈঠক করে। এসময় জরুরিভিত্তিতে আগামী ১৫ মার্চ বোর্ড সভা ডাকতে নির্দেশ দেন তিনি।এদিকে দেশের বাহিরে থাকা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আজ (সোমবার) দেশে ফিরবেন। ফলে আগামীকাল মঙ্গলবার জরুরি বোর্ড সভা করবে কেন্দ্রীয় ব্যাংক।রোববার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সচিব ড. এম আসলাম আলম সাংবাকিদদের বলেন, রিজার্ভের অর্থ লুটের ঘটনা ঘটার পর বাংলাদেশ ব্যাংক থেকে আনুষ্ঠানিকভাবে অর্থমন্তনালয়কে কিছু জানানো হয়নি। ২৩ ফেব্রুয়ারি বোর্ড মিটিংসহ ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ অডিট কমিটির করেছি। রিজার্ভের অর্থ লুটের বিষয়ে এজেন্ডাভুক্ত করা হয়নি এবং কোন আলোচনাতেও আনা হয়নি। কেন অর্থমন্ত্রণালয়কে জানানো হয়নি এ বিষয়ে তিনি জানতে চাইলে সচিব বলেন, তারা এখন বলছে তদন্ত করে পুরো বিষয়টি জানাবে। কিন্তু আমি তো মনেকরি আমাদের বিষয়টি জাননোর প্রয়োজন ছিল। এতে মন্ত্রণালয় সন্তুষ্ট নয়। আজকে আমি বিষয়টি জানতে এসেছি। তথ্য উপাত্ত নিয়ে গেলাম। রিপোর্ট তৈরি করে এটি অর্থমন্ত্রীকে জানাবো। সে অনুযায়ী মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।এসআই/এসকেডি/পিআর
Advertisement