তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনের চার্জ ধরে রাখার কৌশল

অনেক নামিদামি ফোনও বেশিক্ষণ চার্জ টিকিয়ে রাখা যায় না। সুপার ফার্স্ট চার্জ হওয়ার পরও দেখা যায় ফোন খানিকক্ষণ ব্যবহার করার পরই চার্জ ফুরিয়ে যাচ্ছে। ঠিকভাবে কোনো কাজই করা যায় না। মূলত ব্যবহারের কিছু ভুলেই ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যায়।

Advertisement

চলুন জেনে নেওয়া যাক অনেকক্ষণ ফোনের চার্জ ধরে রাখার কিছু কৌশল-

>> ফোনের স্ক্রিনের উজ্জ্বলতা বা ব্রাইটনেস কমিয়ে রাখুন। অনেকেই ফোনের ব্রাইটনেস একেবারে ফুল করে রাখেন। ফলে খুব দ্রুত ফোনের চার্জ ফুরিয়ে যায়। অটো মোডেও রাখতে পারেন।

আরও পড়ুন: স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে

Advertisement

>> ইন্টারনেট সংযোগ প্রয়োজন অনুযায়ী চালু রাখুন। অনেক সময়ে ইন্টারনেট সংযোগ মোবাইলে সারাক্ষণ চালু রাখলে তার প্রভাব মোবাইলের চার্জের উপর পড়ে।

>> ফোন চার্জে থাকা অবস্থায় বাকি অ্যাপ্লিকেশন বন্ধ করা উচিত। এই অ্যাপগুলো ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে চার্জ হতে বেশি সময় নেয়। আবার দ্রুত চার্জও ফুরিয়ে যায়।

>> মোবাইলের ভাইব্রেশন অপশনে স্মার্টফোনের অনেক বেশি চার্জ চলে যায়। তাই খুব বেশি দরকার না হলে ভাইব্রেশন অফ রাখুন।

>> প্রয়োজন না হলে ফোনের ব্লুটুথ এবং অটো আপডেট বন্ধ রাখুন। এতে অনেকবেশি চার্জ খরচ হয় ফোনের।

Advertisement

কেএসকে/এমএস