ধর্ম

কাবা শরিফ-মদিনায় যারা ঈদুল আজহার নামাজ পড়াবেন

আজ হজের দিন। ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের ৯ তারিখ। আগামীকাল ১০ জিলহজ বুধবার সৌদিতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। অনুষ্ঠিত হবে লাখ লাখ হাজির কোরবানি। পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ।

Advertisement

এতে বিশ্ববিখ্যাত দুই ইসলামিক স্কলার ঈদের নামাজ পড়াবেন এবং খুতবা দেবেন। যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার সঙ্গেই ঈদের নামাজ পড়ে এবং খুতবা শুনে হৃদয় জুড়াবেন স্থানীয়রাসহ জিয়ারতকারী ও ওমরাহ পালনকারীরা।

সৌদি আরবে ২৮ জুন ২০২৩ইং মোতাবেক ১০ জিলহজ ১৪৪৪ হিজরি (বুধবার) প্রতি বছরের মতো পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।

হারামাইন কর্তৃপক্ষ ঈদুল আজহার নামাজ ও খুতবা দেওয়ার জন্য বিশ্ববিখ্যাত দুইজন প্রসিদ্ধ ইসলামিক স্কলারকে খতিব হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই খতিব হলেন-

Advertisement

> কাবা শরিফকোরআনের প্রসিদ্ধ কারি প্রখ্যাত ইসলামিক স্কলার ও সুমধুর কণ্ঠের অধিকারী শায়খ ড. ইয়াসির বিন রশিদ বিন হুসাইন আল-উদয়ানি আদ-দুসারি।

> মসজিদে নববিপ্রখ্যাত ইসলামিক স্কলার ও প্রসিদ্ধ ইমাম শায়খ ড. হুসাইন আল-শায়খ।

পবিত্র নগরী মক্কায় অবস্থিত কাবা শরিফে এবং মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদের নামাজ। এ ঈদের নামাজে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মুসল্লিরা খুতবাহ শুনবেন এবং নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ।

এমএমএস/এমএস

Advertisement