দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পশুহাট, দুর্ভোগে যাত্রী-চালক

ফেনীর মোহাম্মদ আলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বসেছে কোরবানির পশুহাট। সড়কের ঢাকামুখী লেনে গরু-ছাগল বেঁধে দেদারসে চলছে বিকিকিনি।

Advertisement

ইজারায় মহাসড়কের পাশে কিংবা মহাসড়কে পশুহাট না বসানোর বিষয়ে সুস্পষ্ট শর্ত উল্লেখ থাকলেও এখানে তা মানা হয়নি। এতে সড়কে তৈরি হচ্ছে যানজট। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের।

স্থানীয়রা বলছেন, এভাবে অবৈধভাবে হাট বসার কারণে মহাসড়কে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

হাটে পশু কিনতে আসা আফসার উদ্দিন নামের একজন বলেন, মহাসড়কের ওপর এভাবে হাট বসানো ঠিক হয়নি। এভাবে পশুর হাট বসানোর ফলে ভোগান্তি বেড়েছে মানুষের।

Advertisement

হাটে আগত ক্রেতা মোজাম্মেল হোসেন বলেন, আমাদের বিবেকের দুর্ভিক্ষ চলছে। না হলে মানুষ কেন জীবন ঝুঁকি নিয়ে মহাসড়কের পাশে হাঁট বসাবে।

হাটে আগত এক ক্রেতা আবদুল গনি ভূঞা বলেন, ঈদের মৌসুম, শহর-বন্দর থেকে মানুষ বাড়ি ফিরছে। এমন সময়ে মহাসড়কের ওপর পশুর হাট। যানজট ও জন ভোগান্তি দেখার কেউ নেই।

এ বিষয়ে কথা হয় শর্শদি ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ভূঁঞার সঙ্গে। তিনি মহাসড়কে হাট বসার বিষয়টি অস্বীকার করে বলেন, মহাসড়কে নয়, মহাসড়কের পাশেও হাট বসানো হয়নি। মহাসড়ক পশুহাট মুক্ত।

জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জাগো নিউজকে বলেন, মহাসড়কে হাট বসানোর কথা শুনছি। খবর নিয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এমএস