দাম স্বাভাবিক রাখতে দীর্ঘ ১০ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিয়ে কাঁচামরিচ বোঝাই একটি ট্রাক বাংলাদেশে প্রবেশে করে। সততা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান মরিচগুলো আমদানি করেছেন।
Advertisement
এদিকে কাঁচামরিচ আমদানিতে চারটি আমদানিকারক প্রতিষ্ঠান এরই মধ্যে ১৯০০ টন আমদানির অনুমতিপত্র (আইপি) নিয়েছে। হিলি স্থলবন্দর উদ্ভিদসংঘ নিরোধ কেন্দ্রের উপসহকারী ইউসুফ আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হিলি বাজার ঘুরে দেখা গেছে, ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। তিন দিনের ব্যবধানে কেজিতে ৭০-৮০ টাকা কেজিতে বেড়েছে। এতে অনেকটা বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।
হিলি বাজারে কাঁচামালের খুচরা ব্যবসায়ী সাকিল বলেন, কয়েক দিনের তুলনায় বাজারে কাঁচামরিচের সরবরাহ একটু বেশি। এরপরও দাম তিন দিনের তুলনায় কেজিতে প্রায় ৭০-৮০ টাকা বেড়েছে। শুনছি ভারত থেকে নাকি কাঁচামরিচ আমদানি হবে। আমদানি হলে দাম হাতের নাগালে আসবে।
Advertisement
হিলি স্থলবন্দর উদ্ভিদসংঘ নিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জাগো নিউজকে বলেন, গতবছর ২৪ আগস্ট থেকে হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল। আজ থেকে আবারো আমদানি শুরু হওয়ার কথা।
তিনি আরও বলেন, সততা বাণিজ্যালয়, বিকে ট্রেডার্স, প্রমি এন্টারপ্রাইজ এবং রয়েল ট্রেড ইন্টার ন্যাশনাল নামের কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচামরিচ আমদানির জন্য অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। তারা ১৯০০ টন মরিচ আমদানি করবেন।
মো.মাহাবুর রহমান/এসজে/জেআইএম
Advertisement